ইংরেজি শিখার নিয়ম ১
1. subject + need to + verb এর present from এই নিয়ম ব্যবহৃত হবে কোন কিছু দরকার বা প্রয়োজন হলে -I need to work, I need to hard work, I need to sleep, I need to run.
2. I am having a hard time + (verb+ing) এই নিয়মটি ব্যবহৃত হবে কোন কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে --I am having a hard time sleeping, I am having a hard time swimming in the river, I am having a hard time playing.
3. there is something wrong with + noun এই নিয়মটি ব্যবহৃত হবে কোন কিছুতে সমস্যা হচ্ছে বোঝাতে --there is something wrong with mobile, there is something wrong with computer, there is something on with pen.
4. I have decided to + verb এর present from এই নিয়মটি ব্যবহৃত হবে কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে --I have decided to help the poor people, I have decided to open the new market.
5. I am trying to + verb এর present form এই নিয়মটি ব্যবহৃত হবে কোন কিছু করার চেষ্টা করছি বোঝাতে -- I am trying to learn English, I am trying swim in the river.
6. I have heard that+ subject +verb+ object এই নিয়মটি ব্যবহৃত হবে আমি শুনেছি যে বোঝাতে--I have heard that you are good person, I have heard that you are intelligent man.
7. No need to + verb + object এই নিয়মটি ব্যবহৃত হবে দরকার বা প্রয়োজন নেই বোঝাতে -- No need to go to market, No need to change the pen
8. how often + do + subject + verb + object এই নিয়মটি ব্যবহৃত হয় কতদিন পরপর বোঝাতে--how often do you go to market, how often do you come here.