বাংলা সাধারণ জ্ঞান বর্ণ ও ধ্বনি - Study

Study

Header ADS

বাংলা সাধারণ জ্ঞান বর্ণ ও ধ্বনি



১. ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক --ধ্বনি  

২. বাংলা ভাষার মৌলিক ধ্বনি গুলো দুই ভাগে ভাগ করা যায় যথা --স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি 

৩. মৌলিক স্বরধ্বনি ৭টি-- অ, ই, উ,এ, ও, আ, 

৪. যৌগিক স্বরধ্বনি ২ টি -- ঐ, ঔ

৫. ধ্বনি নির্দেশক চিহ্ন-- বর্ণ 

৬. ভাষার ইট বলা হয় --বর্ণ 

৭. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় ---অক্ষর 

৮. বাংলা বর্ণমালা দুই প্রকার যথা--- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ 

৯. স্বরবর্ণ সংখ্যা ১১ টি 

১০. ব্যঞ্জনবর্ণ সংখ্যা ৩৯ টি 

১১. স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়--- কার। এমন কার রয়েছে ১০টি 

১২. ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়--- ফলা। এমন ফলার সংখ্যা রয়েছে ৬ টি।

১৩. " অ "একটি নিলীন বর্ণ 

১৪.  নাসিক্য বর্ণ সংখ্যা ৫ টি -- ঙ, ঞ, ণ, ন, ম

১৫. শিশ বর্ণ সংখ্যা ৪ টি --- শ, ষ, স, হ

১৬. পার্শ্বিক বর্ণের সংখ্যা ১টি---ল

১৭. তাড়নজাত বর্ণ সংখ্যা ২ টি --ড়, ঢ়

১৮. কম্পনজাত বর্ণ ১টি-- র

১৯. পরাশ্রয়ী বর্ণ সংখ্যা  ৩ টি ---ং,ঃ, ঁ

২০. স্বর বর্ণের --পূর্ণমাত্রা সংখ্যা ৬টি, মাত্রাহীন সংখ্যা ৪টি, অর্ধমাত্রা সংখ্যা ১টি

২১. ব্যঞ্জনবর্ণের ---পূর্ণমাত্রা সংখ্যা ২৬ টি, মাত্রাহীন বর্ণ সংখ্যা ৬ টি  অর্ধমাত্রা ৭টি, 

 



Theme images by epicurean. Powered by Blogger.