বাংলা সাধারণ জ্ঞান বাগধারা - Study

Study

Header ADS

বাংলা সাধারণ জ্ঞান বাগধারা

 




১। শিরে সংক্রান্তি অর্থ হলো -- আসন্ন বিপদ 

২। কার মাথায় হাত বুলিয়েছ এখানে  "মাথা" শব্দের অর্থ -- ফাঁকি দেওয়া।

৩। হাত ভারি বাগধারার অর্থ -- কৃপণ

৪। "রামগরুড়ের ছানা" কথাটির অর্থ --গোমড়ামুখো লোক।

৫। নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ-- সঞ্চয়ের প্রবৃত্তি 

৬। চাঁদের হাট বাগধারার অর্থ প্রিয়জন সমাগম

৭। ব্যাঙের সর্দি অর্থ হলো অসম্ভব ঘটনা

৮। ঢাকের কাঠি বাগধারার অর্থ তোষামুদে

৯। ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী

১০। ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘ ব্যক্তি

১১। একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়

 ১২।কৌশলে কার্যোদ্ধার  অর্থ-- ধরি মাছ না ছুঁই পানি

১৩। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আটকপালে 

১৪। রাবণের চিতা বাগধারার অর্থ কি অশান্তি 

১৫. অর্ধচন্দ্রের অর্থ গলা ধাক্কা দেওয়া 

 ১৬. যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে ঢাকের বায়া

 ১৭. খায়ের খাঁ বাগধারাটির অর্থ তোষামোদকারী

 ১৮. চোখের বালি বাগধারা অর্থ শত্রু 

১৯. আক্কায়া পাওয়া অর্থ  মরা

২০. কানকাটা বাগধারার অর্থ বেহায়া

 ২১. যার কোন মূল্য নেই বাগধারাটির অর্থ ঢাকের বায়া 

২২.কেতা দুরস্ত শব্দের অর্থ পরিপাটি 

২৩.মেওধরা বাগধারাটির অর্থ হল দূরহ কাজের ঝুঁকি নেওয়া 

২৪.তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব  

২৫.গায়ে ফু দিয়ে বেড়ান অর্থ হল কোন দায়িত্ব গ্রহণ না করা 

২৬. আকাশ-পাতাল বাগধারা অর্থ হলো প্রচুর ব্যবধান

২৭. ধর্মের ষাঁড় বাগধারার অর্থ হল অকর্মণ্য

২৮.ধামাধরা অর্থ চাটুকারিতা 

২৯. শরতের শিশির বাগধারাটির অর্থ ক্ষনস্থায়ী 

৩০. দুর্লভ বস্তু আমাবর্ষার চাঁদ 

৩১. চক্ষুদান করা বাগধারার অর্থ চুরি করা

৩২. আট কপালে বাগধারা অর্থ হতভাগ্য

Theme images by epicurean. Powered by Blogger.