ইংরেজি শিখার নিয়ম ২ - Study

Study

Header ADS

ইংরেজি শিখার নিয়ম ২

 


৯. কোন কাজ করতে সক্ষম বোঝাতে এই নিয়ম ব্যবহৃত হবে --- subject + be verb + able to + verb + object. I am able to walk, we are able to learn, he is able to come here. 


১০. কোন কিছু থাকা উচিত বোঝাতে এই নিয়ম ব্যবহৃত হবে --- subject + should have + object. you should have a car, you should have attention for study, I should have knowledge 


১১. কোন কিছুর মতো বুঝাতে এই নিয়ম ব্যবহৃত হবে --- as + adjective + as + object. as bright as day,  as cold as ice, as clear as day.


১২. কোন সমস্যা নেই বোঝাতে এই নিয়ন ব্যবহৃত হবে--- there is no difficulty in + (verb+ing) + object. there is no difficult in eating rice, three is no difficulty in working in the morning 


১৩. কোন কিছুর ধরন বা পছন্দ বুঝাতে এই নিয়ন ব্যবহৃত হবে --- I like the way + subject + verb. I like the way he Learns,  I like the way he writes, i like the way he plays.


১৪. অতি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে এই নিয়ম ব্যবহৃত হবে --- would you please + verb.......  / would you mind moving aside please........  Would you please move aside.


১৫. কোথাও আছে বা কারো আছে বোঝাতে এই নিয়ম ব্যবহৃত হবে  ----- there + be verb+ objects, subject + have verb + object. There is a car, there is no car. He has a car, he is a computer. 


১৬. সম্ভাবনা বেশী বুঝাতে would, সসম্ভাবনা কম বুঝাতে may, সম্ভাবনা আরো কম বুঝাতে might বসে। i would go to Dhaka next month. 



Theme images by epicurean. Powered by Blogger.