বাংলাদেশ সাধারণ জ্ঞান
১. বাংলাদেশী প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু-- শেখ মুজিবুর রহমান
২. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ --ভোলা
৩. বাংলাদেশের যে জেলায় চা বাগান বেশি-- মৌলভীবাজার
৪. সোনামসজিদ অবস্থিত-- চাঁপাইনবাবগঞ্জ জেলায়
৫. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে রয়েছে-- দ্বিতীয়ভাগে
৬.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয়েছে-- ১১ টি সেক্টরে
৭. মুক্তিযুদ্ধপূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র --জীবন থেকে নেওয়া
৮. অর্থ মন্ত্রণালয় এর বিভাগ --চারটি
৯. আইনের দৃষ্টিতে সবাই সমান এটি সংবিধানের অনুচ্ছেদ এর অন্তর্ভুক্ত-- ২৭নং অনুচ্ছেদ
১০.সংবিধানের যে অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে --২০ নং
১১. মুজিববর্ষে লোগোর ডিজাইনার-- সব্যসাচী হাজরা
১২. বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ নাম-- পুন্ড্র
১৩. বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারীর সংখ্যা-- দুজন
১৪. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল হাজার-- ১৯৭৩-১৯৭৮
১৫. নজরুল মঞ্চ অবস্থিত-- বাংলা একাডেমিতে
১৬. মহাসেন সম্পর্কিত-- সাইক্লোন এর সাথে
১৭. তিতাস উপজেলা অবস্থিত-- ব্রাহ্মণবাড়িয়া জেলায়
১৮. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা-- রাঙ্গামাটি
১৯. ছয় দফা ঘোষিত হয়-- লাহোরে
২০. মুক্তিযুদ্ধের সেক্টর ব্যতিক্রমধর্মী-- ১০নং
২১. একাত্তরের দিনগুলি লিখেছেন-- জাহানারা ইমাম