বাংলা সাধারণ জ্ঞান সমার্থক শব্দ - Study

Study

Header ADS

বাংলা সাধারণ জ্ঞান সমার্থক শব্দ

 



অগ্নি-- অনল, বহ্নি,  হুতাশন, আগুন, সর্বশুচি, সর্বভুক, দহন।

অন্ধকার -- আধার, অমা, তমসা, তিমির, তমসা।

অশ্রু -- বর্ষন, লোর, ধারাপাত।

আকাশ --- অম্বর, গগন, নভ, শূন্য, 

আনন্দ--- হর্ষ, পুলক, সুখ, খুশী, প্রীতি 

উর্মি-- ঢেউ,  তরঙ্গ, কল্লোল, হিল্লোল, লহরি

কোকিল-- প্ররভৃৎ, পিক, অন্যপুষ্ট,  পরপুষ্ট, কলকন্ঠ, বসন্তদূত

কন্যা---মেয়ে, সুতা, নন্দিনী, দুহিতা, আত্মজা, 

কপোল-- ললাট, ভাল, ভাগ্য, অলিক, বরাত,

কিরন-- কর, প্রভা, দীপ্তি,  ময়ূখ, অংশু

চন্দ্র-- চাঁদ, মৃগাঙ্ক,  শশাঙ্ক, বিধু, শীতকর

ঢেউ --- তরঙ্গ, ঊর্মি,  বীচি, কল্লোল।

নদী--- স্রোতস্বিনী,  তটিনী, গিরি, সরিৎ, 

পদ্ম-- শতদল, উৎপল, অরবিন্দ, নলিনী,

পুত্র--- ছেলে, তনয়, নন্দন, সুত

পাখি-- পক্ষী, খগ, দ্বিজ, 

পুষ্প-- ফুল, প্রসূন

পথ- অয়ন, সরনি, মার্গ

পৃথিবী -- অবনী, ধরা, অখিল, অদিতি, মেদিনী, 

বাতাস-- বাত, পবন৷ অনিল, সমীরণ, মরণত

বিদ্যুৎ -- ক্ষনপ্রভা, দামিনী, বিজলি।

বৃক্ষ-- গাছ, তরু, বিটপী, শাখী

রাজা--- নৃপতি,  নরপতি, ভূপতি,নৃপ, ভূপাল, নরেন্দ্র। 

লাল-- লোহিত, শোণ, রাতুল

রাত-- নিশা, নিশি, রজনী, শর্বরী,  যামিনী, বিভাবরী 

সাদা-- অভ্র, শ্বেত,  শুক্ল, সিত

স্বামী --কান্ত, দয়িত নাথ

সুত-- ছেলে, তনয়, নন্দন

স্বর্গ-- অমরা, অমরাবতী,  ত্রিদিব 

সূর্য -- রবি, সুর, তপন, দিবাকর, বিভাকর, সবিতা, বিভাবসু,       আদিত্য 

সুমদ্র-- সাগর, রত্নাকর,  জলধি, উদধি, বারিশ, অর্ণব, বারিশ

হস্তী-- করী, দ্বিপ, করন, গজ

 


Theme images by epicurean. Powered by Blogger.