বাংলা বিপরীতার্থক শব্দ - Study

Study

Header ADS

বাংলা বিপরীতার্থক শব্দ

 



অজ্ঞ=বিজ্ঞ

অমৃত=বিঘ,গরল

অনাবিল=আবিল

অনুরাগ=বিরাগ

অর্বাচীন = প্রাচীন 

অনুগ্রহ = নিগ্রহ

অলীক= বাস্তব

আকস্মিক= চিরন্তন 

আশা= নিরাশা

আর্দ্র =শুল্ক

আবির্ভাব= তিরোভাব

ঈর্ষা =প্রীতি 

উগ্র= সৌম্য, মৃদু

উৎকর্ষ = অপকর্ষ

উচাটন = প্রশান্ত

উদ্ধত= বিনীত

ঐচ্ছিক= আবশ্যিক

ঔদ্ধত্য = বিনয়

কোমল= কর্কশ 

ক্ষীন= পুষ্ট

ক্ষীয়মাণ= বর্ধমান

কুটিল= সরল

কাদাচর= সদাচার

সচেষ্ট = নিশ্চেষ্ট

বন্ধুর= মসৃণ 

অন্তরঙ্গ =বহিরঙ্গ 

নৈসর্গিক =কৃত্রিম 

বিরক্ত =অনুরক্ত

বিদিত অজ্ঞাত 

মনীষা =নির্বোধ 

বিধি =নিষেধ 

ঋজু =বাঁকা 

হর্স =বিষাদ 

চাক্ষুস =অগোচর 

অগ্রজ= অনুজ

হরণ= পূরণ

ঐশ্বর্য =নিঃস্ব

আপদ= নিরাপদ

সাকার= নিরাকার

খাতক= মাহাজন

গৃহী= সন্ন্যাসী 

গরিষ্ঠ =লঘিষ্ঠ 

চপল =রাশভারী 

জঙ্গম= স্থাবর 

তাপ= শৈত্য

তিমির=আলোক

দ্যুলোক= ভূলোক

নির্মল= পঙ্কিল 

প্রসন্ন= বিষন্ন

প্রাচ্য= প্রতীচ্য 

প্রাচীন= অর্বাচীন 

পারত্রিক= ঐহিক

ভৃত্য= প্রভু

মৃক= বাচাল

লঘু= গুরু

শিষ্ট=অশিষ্ট 

সৌম্য=উগ্র

সংশয়= প্রত্যয়

স্তুতি= নিন্দা

সান্ত= অনন্ত

হ্রাস= বৃদ্ধি 

হলন্ত= অকারান্ত 

হাল= সাবেক

হৃদ্য= কপট


Theme images by epicurean. Powered by Blogger.