মায়া এবং এডভান্স প্লান ২ - Study

Study

Header ADS

মায়া এবং এডভান্স প্লান ২




 ঘুমের মাঝে কাউকে দেখলে তাকে এত সুন্দর ও মায়াবী লাগে, আজ মায়াকে না দেখলে বুঝতে পারতাম না। অনেক সময় মায়াকে দেখছি সে কি ভাবে ঘুম আসছে আর আমি একভাবে তাকিয়ে আছি। মায়ার ঘুম থেকে উঠছে  আমাকে বলবো ভাইয়া আপনি কেমন আছে?  কখন আসলেন?

মায়া ফ্রেশ হতে গেলো আমি বসে বসে অফিসের কথা ভাবছি, আজ কি কাজ করবো,  কে কে আসবে,  কত জন আসবে, এই নিয়ে ভাবছি। এর মাঝে মা কল দিলো, মা বাবা দুজনের সাথে কথা বললাম, কি করছি, নাস্তা করছি কিনা, অফিসে জেন সাবধানে যাই আর আমার কাজের সম্পর্কে জিজ্ঞাসা করলো। আমিও মা বাবা অনেক কথা বললাম। মা বাবার সাথে কথা বলে বসে আছি।

এই সময় মায়া একটি কমলা রঙের একটি শাড়ি পরে অফিসের জন্য রেডি হয়ে আসছে। আমি দেখে চোখ ফেরাতে  পারছি না। মায়া আমাকে তার সাথে নাস্তা করতে বলবো,  কিন্তু আমি নাস্তা করে আসছি এটা বললাম। আর মায়াকে আমি দেখছি একদৃষ্টিতে।  মায়া এটা বুঝতে পারে নি। মায়া আর আমি অফিসের উদ্দেশ্যে বাসায় থেকে বের হলাম।

মায়া ও আমি অফিসে গিয়ে কাজ শুরু করছি। এমন সময় মায়া আমাকে ডাকছে (মানে বস)। মায়ার রুমে গিয়ে বললাম, কিছু বলবেন কি।  মায়া আমাকে বললো, দেখতো আমাকে দেখতে কেমন লাগছে আমি কি বলবো ভাবছি,  এই সময় বললাম ভালো লাগছে না। মায়ার চোখমুখ লাল হয়ে গেলো। কিন্তু আমিতো জানি মায়াকে অনেক অনেক সুন্দরী লাগছে।

মায়াকে এই কথা বলে আমি রুম থেকে বের হয় আসি। এই সময় মায়া আমাদের অফিসে রুমে আসে সবার সামনে। মায়াকে দেখে অন্য কলিগরা হা করে তাকিয়ে আছে, মনে হয় মুখ দিয়ে মাছি যাবে। আর দুই তিনটি মেয়ে বলেই দিলো বস আপনাকে অনেক সুইড লাগছে। তখন মায়া ঐ দুজনের উদ্দেশ্য বললো হয়তো তোমার চোখে ভালো লাগছে, সবার চোখে না। মায়া যে আমাকে এই কথা বলছে এটা বুঝতে পারলাম।

বস আমাদের বলবো, এখন আমার সাথে একজন যাবে একটি কমিটিং আছে, কে যাবে? কাল ফিরতে হবে  মিটিং ঢাকার বাহিরে।  আমি দেখলাম সবাই রাজি ম্যাডামের সাথে যাবে। শুধু আমি রাজি না। আমি বললাম আমার কাজ আছে আমি যেতে পারবো না। আমাকে কিছু ফাইল রেডি করতে হবে।  এই কথা কেন বললাম,  এর জন্য সবার সামনেই বললো তোমাকেই যেতে হবে কারন বসের সামনে তুমি না কেন বললে। মায়ার পরিকল্পনা বুঝতে পারলাম সে আমাকে নিতে এতো নাটক করছে এখানে এসে।

মায়া এটা সবাইকে বুঝাতে চাইছে যে শুধু আমাকে নিয়ে গিলে কাউকে না জানিয়ে এটা নিয়ে অনেক কথা হতে পারে। এর জন্য সবার সামনে এসে এই ভাবে আমাকে নিয়ে সে মিটিংয়ে যাবে, আসলে মায়ার অনেক বুদ্ধি, মায়াকে সাথে না চললে বুঝা যেত না। এখন উল্টো কলিগরা আমাকে সান্তানা দিচ্ছে, কি করবে বস বলছে তোমাকে যেতেই হবে, কেন বলতে গিলে তুমি যেতে পারবে না, এটা না বললে তোমাকে যেতে হতো না, যাও এখন কি করবা। আমি মনে মনে ভাবছি, মায়া তুমি এমন নারী কি খেল দেখালা।। ঢাকার বাহিরে সিলেট মিটিং হবে।

কাল সকালে  আমাদের মিটিং তাই আজ আমারা সিলেট চলে আসলাম, রাতে আমারা একটি হোটেলে উঠলাম। এর পরে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম। আমি রাতে পরার জন্য পোশাক,  মায়াও কিছু কেনাকাটা করলো এর পরে হোটেলে  ফিরলাম, কিছু খাবার অর্ডার করাম। খেয়ে ঘুম আসবো এই সময়...................... 








Theme images by epicurean. Powered by Blogger.