পরিকল্পনা
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন না কোন ভাবে মানুষ শিক্ষাগ্রহণ করে থাকে। শিক্ষাগ্রহণ করার কোন বয়স নেই, যে কোন সময় যে কোন ভাবে এই শিক্ষা গ্রহন করে থাকে। আর জ্ঞান অর্জনের জন্য দরকার --- জীবনীগ্রন্থ পড়া, ভ্রমণ করা, ভালো লেখকরের বই পড়া।
মূল কথায় আসি-- আপনি প্রতিদিন বইয়ের কিছু পাতা পড়েন। শুধু পড়লেই হবে না, কয়েক মিনিট এটা নিয়ে চিন্তা করেন "কি পড়লেন"। এভাবে কিছুদিন পড়ার পরে নিজের পরিবর্তন দেখতে পাবেন। এখন আপনার কাজ হবে প্রতিদিন শারীরিক ব্যায়াম করা। এই ব্যায়াম করার সময়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি হতে চান আর কি হতে চান না??
লাইফ কখনো থেমে থাকে না। একভাবে না এক ভাবে চলেই যাবে, এর জন্য কি আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে না?? সুখ কে না চায়?? তাই নিজের পরিকল্পনা নিজের করতে হবে। আপনি না খেয়ে থাকলে আপনাকে কোন মানুষ এক দুইদিন খাওয়াবে এর বেশি নয়, আর এর বেশি যে খাওয়াবে তার সার্থ আছে।
আপনি কি হতে চান, সিদ্ধান্ত ঠিক হলে নোট করে নিবেন। যে কোন কাজ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে জীবনে সাফল্য পাবেন (ইনশাল্লাহ সাফল্য পাবেন)। সময়কে নিজের মনে করে নিতে হবে এবং এই সময়কে ভিন্নভাবে ভাগ করতে হবে। আপনি কোন কাজ কখন করবেন এটা বুঝে কাজে ঝাপিয়ে পরতে হবে।
আপনাকে প্রতিদিন ফজরের নামাজ পরে নোট অনুযায়ী কাজ করতে হবে। আপনি যেটাই করেন মনোযোগ দিয়ে করবেন যেন কাজের মাঝে ভুল না হয়। সাফল্য একদিন আসবেই আসবে।
কাজে ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল হবে বলে কাজ ছেড়ে দিবো এটা হবে না। সাফল্য একদিনে আসবে না। সাফল্য পেতে হলে অনেক কষ্ট ও ত্যাগ করতে হবে। আর একবার সাফল্য পেলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না।
সাফল্যের পিছনে কেউ না কেউ তোমার উপকার বা অপকার করবেই। কারো ভালো কেউ দেখতে পারে না এটাই নিয়ম। সব কিছু ভুলে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই দেখতে পারবেন সাফল্য আপনার হাতের কাজে।