সাধারণ জ্ঞান
* স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল ১৯৭১ সালের ২ মার্চ।
* ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ২ মার্চ।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ সালে।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ অনুষ্ঠিত হয় রেসকোর্স ময়দানে।
* ৭ মার্চের ভাষণের বিষয় ছিলো ৪ টি।
* মুজিবনগর যে জেলায় অবস্থিত - মেহেরপুর।
* মুজিবনগর সরকারের বানিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন - এম মনসুর আলী।
* আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১।
* মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয় ১১ টি সেক্টরে।
* বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে চীফ অব স্টাফের দায়িত্ব পালন করেন - লে. কর্নেল এম এ রব।
* ১৯৭১ সালে ২৫ মার্চ ছিলো বৃহস্পতিবার।
* স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় ১৭ এপ্রিল ১৯৭১।
* বর্তমান মুজিবুরনগর পূর্ব নাম --ভবেরপাড়া।
* বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন- জেনারেল আতাউল গণি ওসমানী।
* যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ইরাক।
* বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলো - উ থান্ট।
* কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন।
* বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায়- চাপাই নবাবগঞ্জ।
* মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সবোর্চ্চ সম্মান " বীরশ্রেষ্ঠ" খেতাব দেয়া হয়- ৭ জন
* বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিলো- সিপাহি।
* মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যাতিক্রম সেক্টর ছিলো- ১০।
* স্বাধীনতা যুদ্ধে সময় ঢাকা ছিলো- ২ নং
* মুজিবনগর ছিলো - ৮ নং সেক্টর।
* বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার - কামরুল হাসান।
* September on Jessore Road কবিতার রচয়িতা - Allen Ginsberg.
* মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থান আগারগাঁও।
*