কবিতা - Study

Study

Header ADS

কবিতা

 


আমি আর আসবোনা ফিরে।

আচ্ছা,,,,,, 


বলতো পাগলী

যখন সম্মুখে এসে দাড়াবো,

হুট করে তোর পানে হাত বাড়াবো

ঠোটের কোণে এক টুকরো হাসি

ঝুলিয়ে রাখবো।


তুই কি চমকে যাবি

থমকে দাড়াবি ক্ষানিকক্ষন,

বোবা হয়ে যাবি নিশ্চয়

অবাক দৃষ্টিলয়ে দেখবি শুধু

নাকি ভেবে নিবি দেখছিস হয়তো স্বপন।


হয়তো হাত বাড়াতে ভুলে যাবি

কিংবা 

সংশয় এসে তোকে ঘুটিয়ে নিবে,

অচেনা ভেবে নিশ্চুপ হতেও পারিস

হয়তো হৃদয় তোরে বাধা দিবে।


আমি ব্যার্থতাকে সাথে লয়ে

ফিরে আসবো আপন নীড়ে,

তুই হয়তো তখন অনেক দুরে

স্মৃতিগুলো ফেলিস পুড়িয়ে।


আমি শুণ্যতাকে নিয়ে পথ চলবো

পাশ হতে  অস্পষ্ট স্বরে কেউ হয়তো 

গুনগুন করে গাইতে থাকবে।


এ বেলায় আর হইলোনা মিলন

জমলো না প্রেম তোমাতে আমাতে,

ওপারে তুমি আমার হবে

কাউকে দিবোনা কেড়ে নিতে।


চোখের কোণের জলেরধারা আড়াল করতে ব্যস্ত হবে হাতের উল্টো পিট।

কেউ যদি জানতে চায়

তখন না হয় বলবো

চোখেতে পড়েছে গুড়ো কংক্রিট


সম্মুখে থাকা নীড় আমার যেন মনে হবে

বহুক্রোশ দুরে, 

ফুরাচ্ছেনা পথ অন্ধের মতোই যেন হাটছি

বাহিরের আমিটা হয়তো ঘসা মাজা করে ফিটফাট

ভেতরের আমিটা যে যাচ্ছে পুড়ে।


তুই কি জানতে চাইবি কভু

বেঁচে আছি আমি কেমন করে,

আমার কষ্টগুলো কি কখনো

আছড়ে পরবে তোর শহরে।


ভালো থাকিস তুই

আমি আর আসবোনা ফিরে।

Theme images by epicurean. Powered by Blogger.