প্রেম - Study

Study

Header ADS

প্রেম

 মন বড় বৈচিত্র্য, কখন, কাকে,কোথায় মন দিয়ে বসে কেউ বলতে পারেন না, আর একটা কথা জানোতো ভালোবাসা কখনো ইচ্ছে করে তৈরি করা যায় না,  ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা আপন-পর, ধনী-গরীব, ছোট-বড়  এই সব বুঝে না, ভালোবাসা হয়ে যায়। দুটি মনের মিলন,বুঝা-পরা,বিশ্বাস এই থেকে সুসম্পর্ক হয়, আমি জানি না আমার কি হয়ছে..........



ভালোবাসায় রাগ,অভিমান যাই থাকুক না কেন কেউ কাউকে ছাড়তে পারে না। আমি তোমার পিছনে অনেক দৌড়েছি আর দৌড়াবো না.........৷ অনেক কান্না করছি, আর কান্না করবো না.....ছেকেতো আমি খাইছি তাই কান্না করছি, তুমিতো ছেকা খাওনি তাই কান্না করো নি, ভালোতো আমি বাসছি এর জন্য কান্না আমি করছি, তুমিতো ভালোবাসো তাই তুমি কান্না করো নি৷.......

Theme images by epicurean. Powered by Blogger.