বন্ধু
বন্ধুত্ব মানে কাছে থাকা নয়
বন্ধুত্ব মানে পাশে চলা ।
বন্ধুত্ব মানে মনভোলানো প্রশংসা নয়
বন্ধুত্ব মানে মুখের উপর সত্য বলা ।
বন্ধুত্ব মানে সত্যি বলে সাহস জোগানোর নাম
বন্ধুত্ব মানে বেকারত্বের সময়েও দেওয়া দাম ।
বন্ধুত্ব মানে ভুল দেখে সরে যাওয়া নয়
বন্ধুত্ব মানে বকা দিয়ে হলেও শুধরে নিতে হয়।
বন্ধুত্ব মানে সময়ের সাথে পাল্টে যাওয়া নয়
বন্ধুত্ব মানে সময়কে পাল্টা জবাব দেওয়া ।
বন্ধুত্ব মানে অসময়ে পাশে থাকার নাম
বন্ধুত্ব মানে অন্ধবিশ্বাসের সনদপত্র পাওয়া ।
বন্ধুত্ব মানে কিছু কথা কিছু গান
বন্ধুত্ব মানে উড়াল দিক না বলা মান - অভিমান ।
বন্ধুত্ব মানে খুঁনসুটিতে ব্যস্ত চায়ের আড্ডায় ঝড়
বন্ধুত্ব মানে অবস্থান পরিবর্তনেও হারিয়ে না যাওয়ার নাম ।
বন্ধুত্ব মানে ছেড়ে যাওয়া নয়
বন্ধুত্ব মানে আগলে রাখতে হয় ।
বন্ধুত্ব মানে ভুল বুঝাবুঝি নয়
বন্ধুত্ব মানে হৃদয়ের গহীনে জায়গা করতে হয় ।
বন্ধুত্ব মানে .....