ভাইবা পড়াশোনা
আজ
প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রথম ধাপের ফলাফল ঘোষিত হয়েছে। যারা
ভাইভার জন্য মনোনীত
হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন
ও শুভকামনা।
ভাইভা
অভিজ্ঞতা এবং এই সব সম্পর্কে জানোন।
১.কোথায় লেখা পড়া করেছেন?
২.কেন শিক্ষক হতে চান?
৩.
একজন শিক্ষকের কি কি গুনাবলি থাকা দরকার??
৪.
ছবি নাটক দেখেন?? ৫টি ছবিসহ পরিচালকের নাম বলেন?
৫. বাংলা সাহিত্য সম্পর্কে বলেন?
৬. রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, জীবনানন্দ যে কোন একটি কবিতা বলেন।
৭. গান পারেন কি? দুইটি দেশাত্মবোধক গান বলেন।
৮. ভারত, পাকিস্তান, শ্রীলংকা, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে জানতে হবে।
৯. বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদী,সাগর, রেখা, উপনাম।
১০. সকারের উন্নয়নের ধারা আলোচনা করুন।
১১. গতকালের
২ টা আলোচিত ঘটনা বলুন!
১২. জাতীয়
সংগীত টা একটু গেয়ে শুনান! গীতিকার, গায়ক কে?
১৩. জাতীয়
পতাকা উত্তোলন দিবস কবে? কোথায় কে উত্তোলন করেন?
১৪. জাতির
জনক কে? জাতির জনক কে উপাধি দেয়??
১৫. জাতির
জনক কে কারা কেন হত্যা করে??
১৬. সিনেমা
হলে গিয়েছিলাম কিনা!!
১৭. পদ্মা
বিভাগে কয়টি জেলা?? কি কি??
১৮. মুজিব নগর সরকার সম্পর্কে বলেন।
১৯. মুক্তিযুদ্ধের সম্পর্কে জানোন।
২০. নিজ জেলা,থানার বিখ্যাত ব্যক্তির নাম বলেন।
২১. ইংরেজিতে একটি টপিক নিয়ে ৫ মিনিট আলোচনা করেন।
২২. চলিত ঘটনা সম্পর্কে জানোন।