ভাইবা প্রস্তুতি
ভাইবা বোর্ডের মৌলিক কিছু প্রশ্ন
● আপনার পরিচয় দিন / Introduce yourself,
= My
name is Md Aminul Islam. I am from nawabgonj in Dhaka. I have completed
graduation and post graduation in Bengali from Government Titumir College under
Dhaka University. Besides my study I’m doing some tuition and part time
job to support me. And Right now, I’m learning Spoken English at saifur's.
I am
an only child in a family. My father is a farmer while my mother is a homemaker.
I like honesty, hard-work, playing football, reading newspapers, watching Tv. I
dislike wasting time in vain, telling lies, hypocrisy. I would like to be a
teacher where I can represent my knowledge through this teach.
= আমার নাম মোঃ আমিনুল ইসলাম। আমি ঢাকার নবাবগঞ্জ থেকে এসছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তিতুমীর কলেজ থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করেছি।আমার পড়াশুনার পাশাপাশি, নিজেকে সাপোর্ট দেয়ার জন্য কয়েকটি টিউশন এবং ছোট চাকরি করি এবং এই মুহূর্তে আমি সাইফোর'স প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ শিখছি।
আমি মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা একজন কৃষক যেখানে মা একজন গৃহকর্মী।আমি সততা, পরিশ্রম, ফুটবল খেলা, সংবাদপ্ত্র পড়া, টিভি দেখা পছন্দ করি। আমি অযথা সময় নস্ট করা, মিথ্যা বলা, ভন্ডামী করা অপছন্দ করি। আমি একজন শিক্ষক হতে চাই যেখানে আমি এই শিক্ষার মাধ্যমে আমার জ্ঞানকে উপস্থাপন করতে পারি।
● আপনার নাম, বাবার নাম, মাতার নামের অর্থ কী?
= নামঃ- মোঃ আমিনুল ইসলাম অর্থ ---বিশ্বাসযোগ্য, আধুনিক, মনোযোগী, আনন্দদায়ক, উদার, উপযুক্ত।
বাবাঃ-
● আপনার নামের সঙ্গে মিল আছে-এমন কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলুন।
= আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম দিকের সুপারস্টার।
● (ভাইভার তারিখে) আজ আপনার বয়স কত হলো?
= ২৯ বছর ৪ মাস ২৩দিন
● নিজের সম্পর্কে আজ কি করছেন পাঁচ মিনিট ইংরেজিতে বলুন?
=
Frist of all, I get up early in the morning around 6 o’clock. Then I brush my
teeth and freshen up myself. Next, I take morning exercise for about 30
minutes. After that, I have a shower and have/take may breakfast. Shortly after
that, I study until 9 am. After reading I get ready to go to office. After
finishing my office, I go back home. Before taking dinner, I finish my all homework. Finally, I go to bed and have a sound sleep.
● আপনার বংশীয় পদবির অর্থ কী?
● আপনার কয়েকটি ভালো গুন আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন।
= ভালো দিকঃ আমি, সঠিক সময় কাজে যাওয়া, যথা সময় কাজ করার ক্ষমতা, মিশুক,কোন কাজকে ছোট করে দেখি না।
= খারাপ দিকঃ কাউকে অতি সহজে বিশ্বাস করি, আবেগ বেশি, কাজটি ধীরে হলেও সঠিকভাবে করার চেষ্টা করি।
●
অবসর সময়ে কী কী করেন?
= মা বাবাকে সময় দেই, বই পড়ি, খেলা করি, ঘুরতে চাই বন্ধুদের সাথে
●
আপনার প্রিয় কবি/সাহিত্যিক
কে?
= শামসুল রাহমান, মানিক বন্দ্যোপাধ্যায়
● কেন তিনি আপনার প্রিয় কবি?
= শামসুল রাহমান ১৯২৯-২০০৬ নাগরিক কবি হিসাবে খ্যাত। তিনি রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গনতান্ত্রিক প্রতি অকুন্ঠ সমর্থন, নগর জীনের যন্ত্রনা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন তার কবিতায় লক্ষণীয়।
কাব্যঃ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে(১৯৬০), বন্দী শিবির থেকে (১৯৭২), রৌদ্র করোটিতে ১৯৬৩, বিধ্বস্ত নীলিমা১৯৬৭, নিজ বাসভুমে ১৯৭০, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ১৯৭৭
= মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) সাহিত্যে বস্তুবাদের প্রভাব লক্ষণীয়। মনুষ্যত্ব ও মানবতাবাদের জয়গানই তার সাহিত্যের মুল উপজীব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থ-সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের ভাঙ্গা গড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবকে তিনি তার সাহিত্যে চিত্রায়িত করেছেন। সমাজের শাসক ও পুঁজিপতিদের হাতে দরিদ্র সমাজের শোষণবঞ্চনার স্বরূপ তুলে ধরেছেন সাহিত্যের নানান চরিত্রের আড়ালে।
উপন্যাসঃ জননী ১৯৩৫, পদ্মানদীর মাঝি ১৯৩৬, পুতুলনাচের ইতিকথা ১৯৩৬, দিবারাত্রির কাব্য ১৯৩৫, ইতিকিথার পরের কথা ১৯৫২
● গানের প্রিয় শিল্পী কে?
= আব্দুল জব্বার
● দুইটি দেশাত্মবোধক গান বলেন।
= সালাম সালাম হাজার সালাম, মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি
গানটির কথা লিখেছেন ফজল-এ-খোদা গেয়েছিলেন আব্দুল জব্বার সালাম
সালাম হাজার সালাম |
গানটি লিখেছেন গোবিন্দ হালদার গেয়েছেন আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে |
রবীন্দ্রনাথ ঠাকুর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, |
সুরকার প্রিন্স মহামুদ শিল্পী জেমস তুমি মিশ্রিত লগ্ন মাধুরির জলে ভেজা কবিতায় আছো সারওয়ারদী, শেরে বাংলা, ভাষানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গ বন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্বরের দিন গুলি তুমি জসীম উদ্দিনের নক্সী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর ভাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসি আমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসি প্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসি।। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম শীর তুমি রক্তের কালীতে লেখা নাম সাত শ্রেষ্ট বীর তুমি সূরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্বানীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রং তুলির আচল শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌদুরীর নতুন দেখা সেই ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসি আমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসি প্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসি।। তুমি মিশ্রিত লগ্ন মাধুরির জলে ভেজা কবিতায় তুমি বাঙালীর গর্ব, বাঙালীর প্রেম প্রথম-শেষ ছোঁয়ায় তুমি বঙ্গ বন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠো সূমধুর তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝড়া সেই রৌদ্রুর তুমি প্রতিটি পংগু মুক্তি যোদ্ধার অভিমানের সংসার তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসি আমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসি প্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসি।। |
● সম্প্রতি পড়া কয়েকটি বইয়ের নাম বলুন।
= শেখ মুজিবুর রহমান --অসমাপ্ত আত্মজীবনী, জন সি ম্যাক্সওয়েল—লিডারশিপ, ব্রায়ান ট্রেসি—টাইম ম্যানেজমেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – গৃহদাহ, পথের দাবী, পথের দাবী।
● মুক্তিযুদ্ধভিত্তিক কী কী বই পড়েছেন?
= শওকর ওসমানঃ দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হতে বিদায়, জলঙ্গি,
= হুমায়ূন আহ্মমেদঃ শ্যামল ছায়া, জ্যোছনা ও জননীর গল্প, আগুনের পরশনি
● একটি কবিতা শুনান।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা শামসুর রাহমান তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ? তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মত চিৎকার করতে করতে তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে ব’লে, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে ব’লে, বিধ্বস্ত পাডায় প্রভূর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁডিয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুডি দিলো পিতামাতার লাশের উপর। |
স্বাধীনতা তুমি শামসুর রাহমান স্বাধীনতা তুমি |
সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ, ঘন বরষা। একখানি ছোটো খেত, আমি একেলা, গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, |
জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। |
● কেন শিক্ষক হতে চান?
=স্যার, এই জবটা আমার অনেক পছন্দের জব, আমি যখন ছাত্র ছাত্রী পড়াতাম তখন হতে এই শিক্ষতা আমার আগ্রহ ছিল। আর আমার নতুন কিছু শিখতে ও শিখাতে বেশি ভালো লাগে। আর শিক্ষকতা এমন একাটি পেশা যেখানে শিক্ষক হতে ও নিজেকে উন্নত করতে চাইলে সব সময় শেখার মাঝেই থাকতে হয়। তাই আমি শিখতে ও শেখাতে চাই।
= Sir, this job is one of my favourite job, I was
interested in this education when I was a student. And I like to learn and teach something
new. And teaching is the only profession
where if you want to be a teacher and improve yourself, you have to be in the
middle of learning all the time. So I
want to teach learning.
● একজন শিক্ষকের কি কি গুন থাকা দরকার?
= *সুমধুর ব্যক্তিত্ব সম্পন্ন, * তীক্ষ্ণ বৃদ্ধি, * শিশুরঞ্জন মানসিকতা, * রসবোধ, *ধৈর্য ও সহিষ্ণুতা, *
চাহনী ও বাকশৈলী, *শিখন পদ্ধতি সংক্রান্ত।
● কোন কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়েছেন?
= আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তিতুমীর কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছি।
● আপনার কলেজ/বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
= সরকারি তিতুমীর কলেজ ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।এই কলেজটি ১৯৬৮সালে প্রতিষ্ঠিত হয়। সে সময় কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল।১৯৭১ সালে বাংলাদেশ স্বধীন হওয়ার পর কলেজটির নাম পরিবর্তন করে তিতুমীর কলেজ রাখা হয়। কলেজটি ঢাকা শহরের বনানী থানা অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় অবস্থিত।
● আপনার কলেজ/বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/অধ্যক্ষের নাম কী?
= উপাচার্যঃ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
= অধ্যাক্ষঃ প্রফেসর তালাত সুলতানা
● সিজিপিএর ফুল মিনিং কী?
=
CGPA--Cumulative Grade
Point Average
● জিপিএ ও সিজিপিএর মধ্যে পার্থক্য কী?
= ৪ বছরের কোর্সে প্রতি বছর আপনি যে মার্ক অর্জন করবেন সেটার গড়কে বলা হয় GPA আর ৪ বছরের মোট রেজাল্টের গড়কে বলা হয় CGPA.
● আপনার অনার্সের সিজিপিএ কত?
= অনার্স ---- ২.৯৩৷ -মাস্টার্স --- ২.৯৭
● কোন সাবজেক্টে অনার্স করেছেন?
= আমি বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করেছি
● আপনার পঠিত সাবজেক্টের জনক কে?
= বাংলা সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগর।
● আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতেন?
= আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাস।
● আপনার হলের নাম যে ব্যক্তির নামে তাঁর সম্পর্কে কিছু জানেন?
=
● অনার্সে পঠিত সাবজেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের বা সাহিত্যের নাম,জন্ম সাল, সাহিত্য কর্মের নাম বলুন।
=রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১),কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬), মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগর (১৮২০-১৮৯১), বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( ১৮৩৮-১৮৯৪)
● সকাল থেকে এখন পর্যন্ত কী কী করেছেন? তা ইংরেজিতে বলুন।
=Frist
of all, I get up early in the morning around 6 o’clock. Then I brush my teeth
and freshen up myself. Next, I take morning exercise for about 30 minutes.
After that, I have a shower and have/take may breakfast. Shortly after that, I
study until 9 am. After reading I get ready than I came here to give viva.
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বলুন।
= The
father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman was born on 17th March
1920 at Tungipara in Gopalganj.He is
recognized as the greatest Bengali of the past Thousand Years. He is great
leader. In continuation of the situation he officially declared the
independence of Bangladesh at the first hour of 26 March 1971 before he was
arrested by the Pakistani Army.
And,
a war of liberation went on under his shadow leadership and Bangladesh won its
victory on 16 December 1971. For his genuine love for this land people gave him
the title 'Bangabandhu and The Father of the Nation'. He was shot dead on
August 15, 1975 by some derailed military. It was a great loss for the country,
and the world as well.
● বাংলাদেশ সম্পর্কে দুই মিনিট ইংরেজিতে বক্তব্য দিন।
=Bangladesh is a
small and beautiful country in South Asia. Bangladesh has a very heart touching
history behind. In 1971 this country got independence from Pakistan after a
nine months war. 16 December is our victory day
because this day the Pakistani army surrendered. 26th March
is our Independence Day. We have the longest sea beach in the world,
cox’s bazaar. The Sundarban is one of the biggest mangrove forests in the
entire world. You can find Royal Bengal Tiger there. I love my country very
much. I am so lucky to born here.
● আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন?
=
● বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠাতা কে ও তিনি কী ছিলেন?
=
যেগুলা জানা দরকারঃ
● বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদী,উপনাম।
● ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুজিব সরকার।
● ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, রাশিয়া।
● সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড।
● বাজেট, সমীক্ষা।
● নিজ জেলা, উপজেলা, সম্পর্কে জানতে হবে।