সাধারণ জ্ঞান - Study

Study

Header ADS

সাধারণ জ্ঞান

 


একবার পড়ে রাখলে যে কোন সময় কাজে লাগতে পারে।




বাংলাদেশ


# মহাস্থবীর শিলভদ্র যে মহাবিহারের - আচার্য ছিলেন— নালন্দা বিহার ।

# উয়ারী বটেশ্বর যে জেলায় অবস্থিত - নরসিংদী।

# বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীট এটর্নি জেনারেল 

#দেশের ৫২তম সরকারি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

# বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার - কামরুল হাসান 

#‘মুক্তির গান' চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ।

# যে মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’— হুমায়ুন ।

# মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা—যশোর

 # প্রাচীন পুন্ড্রবর্ধন নগর অবস্থিত মহাস্থানগড় ।

# বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে— ৫৭তম দেশ হিসেবে।

# বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক — সুপ্রীম কোর্ট ।

# শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয়— জুলিও কুরি পদকে।

# টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান - হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন— মুশফিকুর রহিম।

# মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্যাটেজি' যে নামে পরিচিত— তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। 

# মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল—৮নং।

# মূল পদ্মা সেতত যে গেজের রেললাইন লাগে। হবে -- ডাবল গেজ (সিঙ্গেল লাইন)। 

# দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হচ্ছে— গজারিয়া ।

# বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী— হাড়িয়াভাঙ্গা।

# গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে—৪টি। -


আন্তর্জাতিক


# আন্তর্জাতিক নারী দিবস— ৮ মার্চ 

# WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। 

# ‘গ্লাসনন্ত নীতি” প্রবর্তন করেন— গর্বাচেভ

# জিডিপি'র আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ— যুক্তরাষ্ট্র 

# হেলসিংকি যে দেশের রাজধানী ফিনল্যান্ড।

# জাতিসংঘের দাপ্তরিক ভাষা - ৬টি

# রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ২৪ ফেব্রুয়ারি ২০২২।

# USSR বিলুপ্ত হয় — ২৬ ডিসেম্বর ১৯৯১ ইস্তানবুলকে পৃথক করেছে- বসফরাস প্ৰণালী । 

# ২৭তম জলবায়ু পরিবর্তন (COP-2 সম্মেলন অনুষ্ঠিত হবে— মিসর।

# দানিয়ুব নদী যে মহাদেশে অবস্থিত ইউরোপ ।

# ‘দিয়াগো গার্সিয়া’ হলো— ভারত মহাসাগরের একটি দ্বীপ। 

# বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়– ১০ ডিসেম্বর।

# Blue Economy ধারণাটির প্রথম প্রবর্তক গুণ্টার পলি; ২০১০ সালে

# WTO প্রতিষ্ঠিত হয় – ১৯৯৫ সালে

# EU থেকে পদত্যাগকারী একমাত্র দেশ  - যুক্তরাজ্য। 









Theme images by epicurean. Powered by Blogger.