কিছু মনের সত্য কথা
১. যে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে পারে না তার সাথে সম্পর্ক রেখবে না, কারন এমন মানুষ ধারা আপনার কোন উপকার আসবে না।
২. যে আপনার ভুল খুজে থাকে তার সামনে বার বার কাজ করবেন, যেন সে বার বার আপনার ভুল দরতে পারে, এতে একসময় দেখবেন আপনার সকল ভুলগুলো সমাধান হয়ে গেছে। আপনি কাজে আরো বেশি পারদর্শী হয়ে গেছেন।
৩. কিছু লোক আছে, আপনি যাই করেন না কেন, তার কাছে খারাপ লাগবে, একটু ভুল হলেই, এই ভুলকে বিশাল ভুলে পরিনত করে এক শ্রেণীর মানুষ, কিন্তু কিছু ভালো কাজ করলে তখন কোন কথায় বলবে না, চুপ করে থাকে। এমন মানুষ থেকেও দূরে থাকবেন।
৪. আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কথার মানি কি? যে আপনার চোখের ভাষা বুঝবে, বলার আগেই আপনার জন্য রেডি। যে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। তাকে কখনো দূরে রাখবেন না।
৫. প্রতিদিন একটি সফল মানুষের জীবনীগ্রন্থ এর কিছু অংশ পড়েন। আরো পারলে প্রতিদিন একটু ইংরেজি শিখার চেষ্টা করুন।
৬. প্রতিমাসে আপনি কোথাও ঘুরতে জান। এতে আপনার মন ভালো থাকবে।
৭. প্রতিদিন ২০/৩০ মিনিটের মতো ব্যায়াম করুন। নিজেকে ফিট রাখতে কে না চাই।
৮. প্রতিদিন ১/২ জন মানুষকে কল দিবেন। পারলে তাদের সাথে চায়ের আড্ডা দিবেন। এক সাপ্তাহের মাঝে এক ব্যক্তিকে দুইবার কল দিবেন না।
৯. প্রতিদিন কিছু টাকা সাহায্য দেন। বেশি না ১০/২০ টাকা সাহায্য দিবেন।
১০. সব সময় চিন্তাভাবনা করে কাজ করেন। আগে পিছে কি হতে পারে, এর প্রভাব কি হতে পারে। কাজটি করলে কি লাভ, না করলে কি লাভ। আপনার সামান্য ত্যাগে অন্য কারো যদি ভালো হয়, তাহলে সেই কাজ করেন।