ইদ উপহার চুরি - Study

Study

Header ADS

ইদ উপহার চুরি

 








প্রতিদিন এক আকাশ চিন্তা নিয়ে সকালে ঘুম থেকে উঠে গোসল করে অফিসের উদ্দেশ্যে বের হওয়া। পাবলিক বাসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অফিসে যাওয়া। অফিসের কাজের মাঝে হাজারো চিন্তা মাথায় এসে জীনটাকে উল্টো পাল্টা করে দেয়; সামনে ইদ, কবে বেতন দিবে, বোনাস দিবে, মা বাবাকে ইদ উপহার দিবো, ছেলে মেয়েকে ইদের জামা, বউ এর জামা, এর সাথে শুশুর বাড়ির কেনাকাটা,  ইদের বাজার,  এই সব চিন্তা করতে করতে অফিস শেষ হয়ে যায় কিন্তু বেতন নামের সোনার হরিন পাওয়া যায় না। 

দীর্ঘ অপেক্ষার পরে বোনাস পেলে কেনাকাটা করে একটা সুন্দর স্বপ্ন নিয়ে বাচার থাকার ইচ্ছে। যদি শুনতে পাই ইদ উপহার সব চুরি হয়ে গেছে তখন একটা ছেলের কি অবস্থা হতে পারে সেই ছেলে ছাড়া অন্য কেউ জানে না বা জানার চেষ্টাও করে না।

 যে সব চেয়ে আপন জন বউ সেও বুঝতে চায় না,  আর তাকে বুঝানো যায় না। আপনি যাদের জন্য এতো কঠিন পরিশ্রম করবেন দিন শেষে সেই সব চেয়ে দুখের কারন হবে। সবাই হাসি মুখ দেখতে পছন্দ করে,  কেউ দু:খের ভাগ নিতে চায় না। পুরুষ মানুষ মানেই এক আকাশ চিন্তা আর কষ্ট নিয়ে বেচে থাকা। এমনে করে ঘটে যাওয়া আমার জীবনের গল্প তোমাদের মাঝে শেয়ার করলাম।






Theme images by epicurean. Powered by Blogger.